এই দহন কি প্রেম, না অভিশাপ?

-সন্দীপ সাঁতরা

∞∞∞∞∞∞∞∞∞

তুমি আমার দেহের অন্তরালে চিরে এঁকেছিলে

রক্তগরম স্পর্শের গোপন ভাঁজ,

যেখানে এখনো ঘোরে আমার

আবিষ্ট অন্ধ-তৃষ্ণা,

যে তৃষ্ণা আলো নয়…

শুধু তোমার দহনের উষ্ণ-চুম্বকীয় ছায়া চেনে।

তুমি প্রেম নও, শত্রুও নও…

তুমি ছিলে আমার শরীরের গভীরে ডোবা

দহনের এক নিষিদ্ধ জ্বর,

এক কামড়ে-মিশে-যাওয়া

অপরাধী আকাঙ্ক্ষার ফিসফিস,

যা আমাকে ছিঁড়েও, গেঁথেও রাখে।

তোমার উত্তাপ ছিল এক

জ্বালা-লেগে-থাকা নিষ্পাপ কামনা,

যার গন্ধে আমি প্রতিবারই

ডুবে গেছি নীরব অভিসন্ধিতে।

তোমার ঘামে লেখা ছিল

ব্যথার মতো মধুর এক উপাসনা,

যা আমাকে ভাঙতেও চাইত,

আবার নিজের দিকে টানতোও।

তোমার স্পর্শে পুড়ে যেতে যেতে

আমি শিখেছি…

শরীর কখনও কখনও

আত্মার থেকেও বেশি সত্য।

যন্ত্রণাও কখনও কখনও

বুকে চেপে থাকা অলিখিত কামনা হয়ে ওঠে।

তাই আজও তুমি দগ্ধ সেই উত্তাপ নিয়ে ফিরে এসে

আমার ভিতরের নগ্ন ধ্বংসগুলো জাগিয়ে দাও

অগ্নুৎপাতের মতো।

যেখানে আমি ভেঙে পড়ি,

আবার ঠিক সেখানেই তোমায় চাই।

আমি জানি…এই আকাঙ্ক্ষা শেষ হবে

অগ্নিতৃষ্ণার তীক্ষ্ণ ছাইয়ে,

তবু আমি পা বাড়াই…

কারণ তোমাকে ছাড়া

আমার কামনাও নিজের দিক খুঁজে পায় না।

হয়তো এই আলিঙ্গন প্রেম নয়…

এ এক অন্তর্বিস্ফোরিত কামনার ধর্মযজ্ঞ,

যেখানে আমি নিজেকে উৎসর্গ করি

তোমার দগ্ধ-উষ্ণ ঘাম ঝরা শরীরের কাছে।

তবু শেষ শ্বাসের আগে আমি চাই…

আরেকবার, শুধু আরেকবার,

তোমার জ্বালামগ্ন স্পর্শে পুড়ে দেখে নিতে

আমি আদৌ বেঁচে আছি,

নাকি তোমার কামনাতেই জন্ম নিই প্রতি মুহূর্তে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

সন্দীপ সাঁতরা – কবি, লেখক, আবৃত্তিকার । সন্দীপ সাঁতরা জন্মগ্রহণ করেন 15 ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরে জেলার নারায়ানগড় ব্লকের অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামে ।( পিঠাপুরা)

মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয় থেকে এবং ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন গড়বেতা মহাবিদ্যালয় থেকে। পরবর্তীতে উচ্চশিক্ষায় নিয়োজিত রাখেন।

অবসর সময়ে পাড়ি দিতেন কল্পনার জগতে যেখানে আনুভূতির শব্দে নিজেকে খুঁজে পেয়েছেন এক চেনা ছন্দে। ফেসবুক ও অন্যান্য অনলাইন প্লাটফর্মে ইতি মধ্যেই নানা লেখনী প্রকাশিত হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*