তোমার গান
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈
তোমার গানে হৃদয় টানে
পাগল করলে মোরে
মনের মধু পরাণ বধূ
বাঁধলে প্রেমের ডোরে।
দুহাত ধরে যতন করে
নিয়েছো মনের ঘরে
চাঁদনি মুখ প্রেমের সুখ
দিয়েছো উজাড় করে।
তোমার গান আমার প্রান
মিলন হয়েছে আজ
গভীর রাতে পরাণ মাতে
ভেঙেছে মনের লাজ।
প্রেমের হিয়া পরশ দিয়া
আনবো নতুন ভোর
তোমার তরে মনের ঘরে
জাগবে হৃদয় মোর।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি, ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের সবসময় আন্তরিকতা সাথে কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন। কবিতার পাতা ডটকম আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হোক কবির এটাই কাম্য। বাংলা সাহিত্য অঙ্গনে কবিতার পাতা আজ বলিষ্ঠ ভুমিকা রাখুক

