কোথায় তুমি বাবা
-রতন রায়
∞∞∞∞∞∞∞∞
বাবা বাবা রোজই ডাকি
বাবা কেন দেয় গো ফাঁকি
মাগো আমায় বলো,
বাবার কথা বলি যখন
ব্যস্ত হয়ে পড়ো তখন
কোথায় যেন চলো?
পিছু নিয়ে তোমায় দেখি
চোখের জলে ভাসছো একি
আড়াল হয়ে থাকো,
দেখো ফেলো কেমন করে
সেখান থেকে যাও মা সরে
মুখটি পরে ঢাকো।
পাড়ার সবাই রোজই বলে
বাবা নাকি গেছে চলে
আসবে মাগো কবে,
আমিও যদি দূরে থাকি
করবে তুমি ডাকাডাকি
তখন কেমন হবে?
আমার বাবা দেখতে কেমন
নয় তো কভু যেমন তেমন
সব সময়ে খুঁজি,
বাবা ছাড়া খাই যে একা
কবে পাবো বাবার দেখা
খুবই ব্যস্ত বুঝি।
থাকি কেন নানার বাড়ি
আমরা কি মা আসছি ছাড়ি
বলো মাগো তুমি,
নানার বাড়ি থাকি বলে
কেউ নিবে না কারো দলে
কোথায় জন্মভূমি?
বাবাকে, মা কোথায় পাবো
আজকে চলো কাছে যাবো
থাকবো আপন ঘরে,
সেথায় গিয়ে বাঁধবো বাসা
পূরণ হনে মনের আশা
বাবার হাতটি ধরে।
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতিঃ
রতন রায় ০৩ মে ২০০৫ সালে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তরলা গ্রামে একটি নিম্নবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: শিমল চন্দ্র রায়, মাতা: শিল্পী রানী। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও।) অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের অধ্যয়নরত ছাত্র। তিনি লেখালেখি করতে ভালোবাসেন এবং লেখালেখি করা তার নেশা। বিভিন্ন পত্রিকায় তাঁর অসংখ্যা কবিতা প্রকাশিত হয়েছে। যৌথ কাব্য গ্রন্থ; আহত গোলাপ, বসন্তের পাখি।

