১৬ ই ডিসেম্বর
-অশোক কুমার পাইক
∼∼∼∼∼∼∼∼∼∼
পশ্চিমবঙ্গের সেই ইছামতি নদী পেরোলেই
ওপারে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ;
নদনদী, ভুধর, কানন, বনানী দ্বারাই বেষ্টিত,
বৈচিত্রময় লাবণ্যে মুগদ্ধ,শস্য শ্যামলা বেশ l
সেই আঙিনায় পাখির কূজনে মুখরিত সদা,
রক্তিম সূর্য বিচ্ছুরিত আলোকে আলোকিত,
যেন লাল সবুজের পতাকায় বিচ্ছুরণ ঘটায়,
বাংলাদেশী ভাইবোনেরা আনন্দে উদ্বেলিত l
ঝাড়ুদাররা রাজপথ পরিষ্কারে ব্যস্ত সাধনায়
মৈত্রীর স্বাধীন পতাকা উড়বে নীল আকাশে,
ঢাকার রেসকোর্স ময়দানে প্রস্তুতির সমারোহ,
পুঞ্জিভূত বেদনার অশ্রু বহে দমকা বাতাসে l
আজও ভোলেনি বাংলাদেশের মা ও বোনেরা,
পাকহানাদারদের নৃশংস অত্যাচারের কাহিনী,
ভাইয়ের রক্তে, ছেলের কবরে বুক ফাটা কান্না,
নিস্তব্ধ শ্মশান বানায় দুর্বিনীত ওই পাকবাহিনী !
মুক্তিসূর্য বঙ্গবন্ধুর সেই উদাত্ত আহ্বানে সেদিন
শত সহস্র, লক্ষ কোটি জোয়ানের আত্মত্যাগে —
রক্তবন্যার স্বাধীনতা পেলো আতঙ্কিত জনগণ
বাংলাভাষী বাংলাদেশ, বিক্ষত রাগ অনুরাগে l
লঙমার্চ, কুচকাওয়াজ, বাদ্যযন্ত্র আর বিউগলে–
স্বাধীন পতাকা উত্তোলন হবে জাতীয় সংগীতে,
নত মস্তকে অমর বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে
১৬ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, ব্রত পরোহিতে l
∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

