মিঠে পৌষ

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈≈≈

বাঙালির ঘরে শীত আনে বৈভব

নিত্য লেগে থাকে খাওয়ার উৎসব

সকলের ঘরে ঘরে পৌষের ছায়া

গোকুল পিঠের উপর বড্ড মায়া।

পাটালি গুড়ের পিঠে ও সরু চাকলি

শীতের ভোরে একঝাঁক পাখির কাকলি

মায়ের হাতে খাবো কত বাসি পিঠে পুলি

আত্মীয় স্বজন ভরে নেবে তাদের ঝুলি।

রোদে বসে পিঠে খেতে মজা লাগে বেস

শীত ভোর থাকুক ভাবা কুলি পিঠের রেষ

পৌষের পিঠে পায়েস যেন বাদশাহী দরবার

আলস্য শীত ঋতু নানান খাদ্যের সম্ভার ।

মিঠে পৌষের সোনা রোদ্দুর লাগে বড় ভালো

খেজুর গুড়ের পিঠে পায়েস জগতের আলো

বাঙালির ঘরে পড়েছে সাড়া পৌষের আভাস

গন্ধে মাতোয়ারা ঘর গোবিন্দ চালের সুবাস ।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি । স্কুল কলেজ লেখা পড়া সব কিছু উত্তরপাড়ায়। বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা গল্প ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*