ভালোই তো আছি

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞

কাদা ছুড়াছুড়ি শেষ হবে কবে ?

অপক্কদের অপক্ক কথার ঝুড়ি।

ভোতা দায়ের ক্ষতচিহ্ন কতদিন বইতে হবে দেহে ?

মস্তিষ্কের রক্তক্ষরণ কুরে খাবে কতদিন প্রাণ !

বাতায়ন খুলতে দেখি

মরিচা কবজাতে।

কুচ কুচ শব্দ তুলে কাঙাল বাতায়ন

এক বেদনার বাণী তোলে।

বাতায়ন খুলে দেখি

ঘূর্ণিপাকে উড়ছে ধূলি।

ধূলিতে ছেয়ে যায় ঘর, চোখ জড়িয়ে বসে

আঁধার দেখি।

ভাবি, নির্বোধ আমি

শাখা ভাঙা ঝরে কেউ কি দার খুলে ?

এ ঘর আমার, বাতায়ন আমার,

আমার চোখেই ধুলি এসে জরায়।

বছর জুড়ে খরা চলছে,

উত্তপ্ত বাতাসের সাথে তপ্ত ধূলিকণা মিশে

ভেসে যায় চোখ-আঙিনা, আমার ঘর,

তবুও ভাবি ভালোই তো আছি।

হায় ভালো থাকো!

ঝড়ে ভাঙা শাখা নিয়ে টানাটানি করে

কাঙাল হয়েছে ভারী।

ভারী-রা কেউ তলানিতে গেছে

অনেক কাঙালও তাই,

তলি ভেঙে বেরিয়ে গেছে।

সুখে আছে উজির আমির নাজির-

জরাব্যাধি নেই,ভুগছে ফুটপাত।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

কবি মীর সেকান্দার আলী খোকা, জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, ভেরি পাড়ার,রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন, ৫ ভাই, ৩ বোন, কবি সপ্তম। ছোট থেকেই লেখা লেখিতে অভ্যস্ত, এক সময় বিভিন্ন পত্রিকাতে লিখতেন বর্তমানে কবিতার পাতা সহ বেশ কিছু অনলাইনে পত্রিকাতে লিখছেন। প্রকাশিত একক কাব্যগ্রন্থ ৩ (তিন)টি। কবি সাংসারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক। ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পড়া, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছেন, সকলের জন্য শুভ কামনা এবং সকলের দোয়াপ্রার্থী। (জেলা সদর ঠাকুরগাঁও)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*