খোদার প্রেম
–রীনা
≈≈≈≈≈≈≈≈
খোদার প্রেমে
মগ্ন যে, হৃদয়
পৃথিবীর সব কষ্ট
তার কাছে তুচ্ছ মনে হয়।
খোদার আরাধনা
মগ্ন রয়
সে,সব সময়।
অবহেলা বা অবমাননায়
বিচলিত হয় না সে,,
খোদার নাম রয়
তার অন্তর আত্মায়।
পৃথিবীর সব কষ্ট
যতই করুক না তারে স্পর্শ।
খোদার রক্ষা করবে তারে
এই বিশ্বাস ই
তারে বাঁচিয়ে রাখে সর্বময়।
এক সময় তারে
রক্ষা করেন পরম করুনাময়।
≈≈≈≈≈≈≈≈
***কবি পরিচিতি****
আমি রীনা , আপনাদের কবি।সময় করে কবিতার পাতার জন্য ভালো কিছু লিখবার চেষ্টায় থাকি। কতটুকু ভালো লিখতে পারছি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

