ছেঁড়া কবিতা

-অসিত ঘোষ

∼∼∼∼∼∼∼∼∼∼

যতবার দেখতে গিয়েছি তোমাকে

তুমি শীতের চাদর ঢাকা শরীরে

একাদশী দ্বাদশী চাঁদের মত

আমাকে দেখা দিয়েছো।

পেয়েছি শীতের সকালে ঘাসের ডগায়

বর্ষায় পেয়েছি পাথরের বুকে আগাছায়।

রোদের তাপে আবার হারিয়ে গেছো

সুন্দর পৃথিবী আর দেখা হয় নাই।

তবু তুমি আমার বুকে জড়িয়ে আছো

তোমাকে খুঁজে আর পাই নাই।

মাটির নিচে চাপা পড়ে গেছে

আমাদের সেই চির প্রেম কথা

শত কবিতা ছেঁড়া, কবিতার পাতায়।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিত–

গ্রাম্য জীবন থেকে শহরে জীবন এসেছি। বাবা কলকাতা পুলিশের চাকরি করতেন এই সূত্রে আমি দমদমে একটি কারখানা প্রতিষ্ঠা করেছি। আমার এক সন্তান এক মেয়ে। সন্তান বি এইচ ইউ ইউনিভার্সিটির আইআইটি বিভাগে নার্ভের উপর রিসার্চ করছে। মেয়ে চাইল্ড সাইকোলজিস্ট। আমি কিছু মানুষের সহযোগিতায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি। সময় সুযোগ পেলে কবিতা লিখি। আমি বিএসসি পাস করেছি কাটোয়া কলেজ থেকে। সন্তানদের লেখাপড়া এবং ব্যবসা দুটি চালিয়ে গেছি। আজ পরিপূর্ণ সমস্ত দিক থেকে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*