না–জানার ভার
-সুজিত ঘোষ
∞∞∞∞∞∞∞∞∞
জানি না কী চাই—
চাওয়াটাই কি আমার ভুল ছিল?
শান্তি কি কেবল ক্লান্তির অন্য নাম,
নাকি অশান্তিই জীবনের প্রকৃত স্বর?
পরম সুখ কি সত্যিই আছে,
না কি তা কেবল সহনীয় এক প্রতারণা?
নির্জন মরণ ডাক দেয় নীরবে,
আর জীবন—প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দেয়।
অস্থিরতার কোনো মুখ নেই,
তবু সে আমার সঙ্গী হয়ে বসে থাকে।
কার জন্য গুনি হাজার প্রহর—
সে কি কেউ, না কি আমারই ছায়া?
রাত্রি ফুরোয় না,
জাগরণ হয় অভ্যাসের মতো।
চোখের পাতায় জমে থাকা ঘুম
ভয় পায় স্বপ্ন দেখাতে।
সময়ের কাছে হেরে গিয়ে বুঝি—
সব উত্তর জানা জরুরি নয়।
কিছু না-জানা, কিছু না-পাওয়া
নিয়েই মানুষ হয়ে থাকা।
হয়তো এই অনিশ্চয়তার ভারেই
আমি এখনও বেঁচে আছি—
জীবন ও মরণের মাঝখানে দাঁড়িয়ে
নিজেকেই ভাবছি প্রশ্নচিহ্ন।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
সুজিত ঘোষ, নাটোর জেলার সদর উপজেলায় বসবাস করেন। কবিতা পড়তে ও লিখতে ভালোবাসেন। শখের বসেই লেখালেখি করেন।

