শীত ঋতু
-উদয় পদ বর্মন
∼∼∼∼∼∼∼∼∼∼
হেমন্ত ঋতুর ঘটে পশ্চাদপসরণ
শীত ঋতুর হয় নিস্তরণ।
উত্তুরে হিমেল কুণ্ডলীর দম্ভোক্তি
উদ্দীপ্ত শৈত্যে জীবসত্তা থরহরি-কম্পমান।
পৌষ ও মাঘে শীত যেন রিক্ততা শ্রীহীনতার প্রতিমূর্তি ,
শীতের চলে আনাগোনা
শীতের হাওয়ার নাচনে আমলকির ডালে ডালে কাঁপন জাগে।
শুরু হয় পাতা ঝরার পালা
জীর্ণ জরা শীতঋতু,তবু যেন নিঃস্ব নয়,
রীতিমত সম্পদশালী।
সোনার ফসল ঘরে তোলার ঋতু,
পিঠে-পুলি লোভী,বাঙালির কাছে
শীতঋতুর এক আলাদা মহিমাও আছে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতঃ
কবি উদয় পদ বর্মন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

