সময় স্রোতে
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞∞
অস্পষ্ট মেঘ দিচ্ছে ঢেকে তোমার সৌন্দর্যকে,
চারিদিকে মলিনতা রূপ নেই কোন দিকে।
কিন্তু আমি পুলকিত হয়ে চেয়ে দেখি,
তোমার মধ্যে অগ্নি ফুল্কি, এখন তার ছাই বাকি।
সেই গৌরবময় দিন সমাপ্ত, এখন মলিনতা,
তবু সেথা বিদ্যমান সেই অতীত স্মৃতি কথা।
মন তাই ফিরে ফিরে দেখে অতীতের দিনগুলি,
মধুমাখা সোনা ঝরা রঙিন পাতাগুলি।
গাছের ফাঁকে সবুজ পাতার নিচে প্রজাপতি,
ধরতে গিয়ে ব্যর্থ হয়ে খেতাম লুটপটি।
সময় স্রোতে কাছের জিনিস দূরে মিলিয়ে যায়,
একদিন সেই রূপ হয়তোবা তোমায় খুঁজব বৃথায় ।
কিন্তু এখন খুঁজছি আমি তোমার মলিন মুখে,
যেটা সত্যি এখন অতীত কোন এক অ্যালবামে।
কিন্তু তোমার পরিবর্তন তুমি মানতে চাও না,
শেষের দিকে এসে গেছ তবু ঘোর কাটে না।
তাইতো তোমার চাহনি বেশ পীড়া দেয় মোর মনে,
মোর উন্মত্ত মন ফেরে সেই প্রেমের কুঞ্জবনে।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

