সিমু নদীর তীরে

-পলাশ বরণ দাশ

∼∼∼∼∼∼∼∼∼∼

সিমু নদীর তীরে আসবো আমি ফিরে

শুধু তোমার জন্য

আবার হবে দেখা কবিতা হবে লেখা

জীবন হবে ধন্য।

সময় হলো বিবর্তন প্রেম যদি আবর্তন

তোমার হৃদয় ঘিরে

মন প্রেমের রসে লিখবো কবিতা বসে

সিমু নদীর তীরে।

এখনো মনে আছে ছিলে আমার কাছে

হাতে ছিলো গোলাপ

বাতাস ছিল চঞ্চল বৃষ্টি মুখর অঞ্চল

হয়নি প্রেমের আলাপ।

সেদিন গোধূলি বেলায় সময় কেটেছে হেলায়

পাইনি প্রেমের ছোঁয়া

অনেক বছর পরে আমার মনের ঘরে

উঠেছে বিরহ ধোঁয়া।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি

কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি, ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠত হোক কবির এটাই কাম্য। বাংলা সাহিত্য অঙ্গনে কবিতার পাতা বলিষ্ঠ ভুমিকা রাখুক।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*