শব্দমালা
-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবিতার খাতায় শব্দমালা করেছে আজ ধর্মঘট,
কবিতা রচিত হতে তৈরি করে না কোনো প্লট।
শব্দমালা মনে হয় কবিতার সাথে দিয়েছে আড়ি,
শব্দমালা সাত সমুদ্দুর তের নদী দিয়েছে পাড়ি।
উদ্ভট ঘোড়ায় চড়ে চলেছে স্বদেশ নেই ভ্রুকুটি,
কবিতা তোমাকে দিলাম আজ একবারে ছুটি।
মানব রুপি দানব দেখি বিনা বিচারে করে হত্যা,
কিসের আলামত বাংলায়,কারা এর মদদ দাতা?
জানি আমি কবিতা তোমার সহে না এ যাতনা,
তুলে নাও তব ধর্মঘট পূরণ করো মনোবাসনা।
কবিতা যদি তুমি সত্য সুন্দর আপোষহীন হও,
সবার মনে দ্রোহের আগুন জ্বেলে ঘুরে দাঁড়াও।
ফিরে এসো শব্দ তুমি আড়ি ভেঙে কবির ঘরে,
শব্দমালায় কাব্য না রচিলে কবি অকালে মরে।
অসহায় কবি কিছু করার নেই কাব্য লেখা ছাড়া,
কাব্য কবির প্রতিবাদের ভাষা,কাব্যেই আত্মহারা।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।
তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক ও শিক্ষক।
মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।
তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’ ও পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ অর্জন করেছেন।

