স্বার্থান্বেষী জ্ঞানীজন
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼
জ্ঞানপাপী অজ্ঞানী লোক
যদি ধরে হাল,
পস্তাতে তো হবে ভাই
আনবে ডেকে কাল।
জ্ঞানীগুণী যদি হয়
অবিবেচক জন,
দেশ যাবে গোল্লায় ভাই
নামবে আঁধার ক্ষণ।
জ্ঞানীগুণী সঠিক হাতে
যদি থাকে রাশ,
চমৎকার গড়বে দেশ
হবেই হবে বিকাশ।
অবিবেচক মানুষগুলো
দেশ জাতির কলঙ্ক,
যতই জ্ঞানী হোকনা সে
জনহিতে নবডঙ্ক।
মূর্খ মানুষ সহজ সরল
কর্মে করে জয়।
স্বার্থান্বেষী জ্ঞানীজন
দেশপ্রেমিক নয়।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি সাহিত্যিক ও ছড়াকার শ্রী স্বপন কুমার দাস পিতা স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা কল্যাণী দেবী।
গ্রাম +পোস্ট +জেলা- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম
(পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ)

