একটি অনাবৃত মুহূর্ত
-সন্দীপ সাঁতরা
∞∞∞∞∞∞∞∞∞
আমি আজ সব খুলে রাখি…
নাম, পরিচয়, নৈতিকতা, লজ্জা।
চামড়া নয়, খুলে ফেলি অভ্যাস,
যেখানে মানুষ হয়ে থাকা শেখানো হয়েছিল।
এই শহর আমাকে পোশাক দিয়েছে…
ভদ্রতা, সহনশীলতা, ভান ইত্যাদি।
কিন্তু ভেতরে
ক্ষুধার নখে আঁচড় কাটা এক প্রাণী
দিন গুনে মরছে।
আমি প্রেম করেছি
শুধু শূন্যতা ঢাকার জন্য,
বিশ্বাস করেছি
নিজেকে ভুলে থাকার সুবিধার খোঁজে।
রাতে আয়নার সামনে দাঁড়ালে
কেউ থাকে না…
শুধু একটা দেহ
যে জানে, তাকে কেউ ছোঁবে না
ঠিক যেমন সত্যকে কেউ স্বীকার না।
এই নগ্নতা লজ্জার নয়,
এটা জন্মের আগের অবস্থা…
যেখানে ঈশ্বরও অনুপস্থিত,
আর মানুষ নিজেই নিজের প্রমাণ স্বরূপ।
আমি আর কিছু চাই না,
শুধু এক মুহূর্ত
যেখানে নিজেকে ঢাকতে হবে না।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
সন্দীপ সাঁতরা — কবি, লেখক ও আবৃত্তিকার। ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের সবুজে ঘেরা গ্রাম পিঠাপুরা-তে জন্ম। শৈশব থেকেই প্রকৃতির নীরবতা ও মানুষের জটিল সম্পর্ক তাকে টেনে নিয়েছে ভাবনার জগতে। তার কবিতায় মেলে সমাজের দ্বন্দ্ব, প্রেমের কোমল পরশ, বেদনার গভীরতা এবং মানবিকতার আহ্বান। বহু কবিতা ও গদ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়ে পাঠকের মনে জাগিয়েছে অনুরণন। তার কলম শুধু শব্দ নয়.. যেনো এক অন্তর্জগতের সেতুবন্ধন, যা পাঠককে নিয়ে যায় আত্মঅন্বেষণের পথে।

