জীবন যেখানে
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
জীবন যেখানে এসে তব থমকে যায়,
জীবন আবার সেখান থেকে শুরু হয়।
অসীম সংসারে ধৈর্য মানুষকে, অনেক যে শিখিয়ে দেয়,
অপূর্ব কল্পনায় দীপের আলোক যেন দু হাতে তুলে নেয়।
জীবন যে ঠিক আকাশের মতো কত ঝড় আসে সম্মুখে,
দুঃখ কষ্টের মাঝেও এই পৃথিবী বেঁচে থাক অনেক সুখে।
জীবনের প্রভাতে আসে রৌদ্র গোধূলির নীরব ছায়া,
ওই অপার সুন্দর পৃথিবীতে বয়ে যায় যেন শুধু মায়া।
জীবনেরও প্রভাতে বয়ে যায় উদাসীন নির্মল বাতাস,
সুখ দুঃখের মাঝেও জীবন সুন্দর যেন নীল আকাশ।
জীবনের বেলা অবেলায় বয়ে যায় কত না কাব্য কথা,
এই কাব্য কথার মাঝেও, জীবনে রয়ে যায় কত ব্যথা।
আকাশ আকাশের মতো করে, সাজিয়ে নেয় যামিনী,
কুঞ্জবন তার মতো করে সাজিয়ে নেয় নীরব কামিনী।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিল মুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ

