ডুব সাঁতার
-অরুণ কুমার মহাপাত্র
≈≈≈≈≈≈≈≈≈≈
আমি তুমি , তুমি আমি
কর্ষণ করেছি হৃদয় জমি
ভালবাসায় উর্বর ঐ ভূমি
হৃদয় মোদের অনন্ত ক্ষেত্র
যেথা চাষ হয় শুধু নৈঃশব্দ্য
জাহির করার নেই গর্ব
নেই কোন দায় নেই দর্প
বাতাস যেমন করেনা প্রচার
সৌরভে ফুল হয় না সোচ্চার
আমরা ও তাই খুঁজতে ঈশ্বর
দিই ডুব সাঁতার ।
≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি ঃ
অরুণ কুমার মহাপাত্র জন্ম ঃ ৬ ই ফেব্রুয়ারী ‘ ১৯৫১ বাসস্থান ঃ গ্রাম / পোঃ – শাসড়া থানা ঃ থানা ঃ গোপীবল্লভপুর জেলা ঃ ঝাড়গ্রাম শিক্ষা ঃ বিজ্ঞানে স্নাতক(কোলকাতা) সখ ঃ লেখালেখি , কবিতা ,প্রবন্ধ , সখের যাত্রাপালায় অভিনয় ইত্যাদি । নিয়মিত লেখকঃ নবঊর্মি ,বঙ্গীয় সাহিত্য দর্পণ, মিতালি সাহিত্য পরিষদ ,কবিতার তাঁতঘর সাজি পত্রিকা, পারিজাত সাহিত্য পত্রিকা, বিশ্বভরা প্রাণ ,কবিতার পাতা, দিব্য সাহিত্য দর্শন , আমাদের মেঠোপথ , সৌম্য, নির্মাল্য ,স্মরণে, পাঞ্চজন্য সাহিত্য পত্রিকা কাব্যগ্রন্থ ঃ চলো নদীর কাছে যাই , মন তরঙ্গের ঊর্মিমালা,বুঢ়া বইসের কেঁদরা ( সুবর্ণরৈখিক বাংলার )

