ভাবনায় টান

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞∞

স্বার্থের মানচিত্রে আজ বিবেক গেছে মরে

মনের ঘর খানা গেছে বহুদূরে সরে সরে

ভালোবাসার ঘরে ধরেছে জং বিষাদের ছায়া

ভাবনার টানের বন্ধনে পড়ে আছে মায়া ।

আকাশ পাতাল ভাবনায় উতাল পাতাল ঢেউ

বারো বাই দশ ফুট ঘরের খোঁজ রাখে নি কেউ

সারা শরীর জুড়ে জ্বলছে বিষের আগুন

কোথায় নেই সুখ সম্প্রীতি শান্তির ফাগুন ।

মনের ভাবনা ধুলোর আস্তরণে পড়েছে ঢাকা

সুন্দর মুখের আড়ালে মিষ্টি হাসি বাঁকা বাঁকা

সময় বয়ে চলে ঘড়ির কাঁটার তালে

সকাল সন্ধ্যা আমার চলি নিজের খেয়ালে।

ইতিহাস রঙ তুলির টানে আঁকা আল্পনায়

স্মৃতির সাঁকোতে টান পড়েছে ভাবনায়

ঝড় বৃষ্টি রোদ্দুরের খেলায় মাতে প্রকৃতি

মানব জীবনে বারো মাসের দুঃখের স্মৃতি।

রঙিন ফলকে মোরা বোবা কান্নার ইতিহাস

শৃঙ্খলার ঝঞ্ঝায় ক্ষুদ্র জীবন করে হাঁসফাঁস

পলকা সুতোর টানে ভাবনারা এলোমেলো

হঠাৎ করেই কাঁদে স্মৃতির ভাবনা গুলো ।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। স্কুল কলেজ পড়াশোনা সব কিছু উত্তরপাড়ায়। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*