রূপান্তর

-রীনা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

স্বপ্নেরা অপরিসীম

বুকে রয়েছে জমা

হয়তোবা একদিন

সকল রুদ্র দুয়ার যাবে খুলে

অমিয় সম্ভাবনার বীজ

একদিন বৃক্ষে হবে রূপান্তর।

দীর্ঘ প্রচেষ্টা

হবে সফল

বৃথা হবে ষড়যন্ত্রকারীর

সকল ষড়যন্ত্র।

শান্তির সুবাতাস

বইবে তখন।

সফলতার গান

গাইবে সবাই

সেই প্রত্যাশায়, সংগ্রাম করে যাই।

খুব শীঘ্রই

সবাই হবে সফল

ভাঙবে না আর মনোবল।

একদিন সকলের স্বপ্ন

বাস্তবে হবে রূপান্তর।

সত্যরা বিজয় হয়

যুগ থেকে যুগান্তর।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

***কবি পরিচিতি –

আমি রীনা, পুরান ঢাকার মেয়ে। স্বামী – মোহাম্মদ জুবায়ের। একটি কন্যা সন্তানের জননী। গল্প, কবিতা, উপন্যাস,অনুগল্প লেখায় পারদর্শী। বর্তমান সময় কবিতা লেখায় সময় দেই। কবিতার পাতা কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। আমার লেখা প্রকাশ করে। আমায় সাহিত্যের মনোযোগী হতে অনুপ্রাণিত করায়। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন। লাইক, কমেন্ট করে অনুপ্রাণিত করবেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*