দুঃসময়

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞∞∞

আমার সময় যায় গো চলে দুঃসময় যে দিয়ে

জীবনটা রোজ দুঃখে বহে বৈশাখী ঝড় নিয়ে,

কোথায় স্থিতি হবে বলো মনের দেউল ছিঁড়ে

হা হুতাশায় কাটে যে মন ঐ অজানার ভিড়ে l

যারে খুঁজি তারে ডাকি কার বা করি আপন

পথের ধুলায় রইব পড়ে সেই যে চাহে স্বজন,

নয়নপুরে কালো আঁধার আলোর কুঞ্জ খুঁজি

হৃদয়পুরে ব্যথার বাতাস, জানায় দুঃখ বুঝি !

বটের ছায়া,নিমের হাওয়া,জুড়ায় জ্বালা দেহ,

বসন্তরাগ গাইলে কোকিল ক্ষান্ত পথিক কেহ,

সেই লগনে ক্লান্তি আনায়, তন্দ্রা ভরায় আঁখি

উদর ব্যথা নিদ যে কাড়ে শুকনো ওষ্ঠে ঢাকি l

আলোর তীরে ওরা ঘোরে আঁধারে মোর চলা

নিশুতি নগরী ঘুমায় সুখে, রাতের হৃদয় দলা,

সেই রজনীর কোলঘেঁষে আমি যে বসে একা

প্রাণপ্রিয়রাই পড়েনি চোখে কারো নেই দেখা l

মাঝদরিয়ায় ভাসছে তরী অকুল পথ যে ধরে

ফিরবে কী আর জীবন ঘাটে সুখের পণ্য ভরে ?

এমনি ভাবে দিবস রজনী ফুরায় বিপদ ঠেলে

দাঁড়ভাঙা মোর ভগ্ন তরী চুপটি নোঙর ফেলে l

∞∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*