এই মন এই দেহ
-আশীষ খীসা
∼∼∼∼∼∼∼∼∼∼
এই মন এই দেহ কোন একদিন যাবে
চিরতরে চলে অচিনপুরে না ফেরার দেশে,
মন যাবে চলে প্রাণ বায়ুর সাথে বায়ুমণ্ডলে
দেহ যাবে পুড়ে,যাবে মাটির সাথে মিশে।
হয়তো থাকবে ভালোমন্দ কিছু স্মৃতি
অথচ থাকবেনা এই জগত সংসারে তুমি,
একাকীত্ব ও নিঃসঙ্গতা সাথী হবে অন্যের
মনের দুঃখে কাঁদবে মানুষজন,শূন্য হবে ভূমি।
জন্ম হলে মৃত্যু হবে এটি জগতের নিয়ম।
থাকবেনা বেঁচে এই ধরায় কেউ,
কেউ যাবে আগে কেউ হয়তো পরে
জীবন পরিক্রমায় তরঙ্গায়িত হবে এই ঢেউ।
মানুষ বলো,পশু বলো কিংবা উদ্ভিদ বলো
সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে,
স্বার্থপর দুনিয়ায় আমরা সবাই ক্ষণিকের যাত্রী
কেউ জানেনা যাত্রা বিরতি হয় কার কবে।
প্রেম,প্রীতি,দয়া,মায়া ও মমতা সবি ক্ষণিকের।
তাইতো মানুষ পেতে চায় একটু ভালোবাসা,
এই ক্ষণস্থায়ী জীবনে সবার থাকে কমবেশি
স্বপ্ন,লক্ষ্য,উদ্দেশ্য,আশা,ভরসা ও প্রত্যাশা।
ভাগ্যের গুণে হোক পূণ্যের গুণে হোক
দুর্লভ মানবজীবন পাওয়া এত সহজ কথা নয়,
কিন্তু আমরা জীবনকে মূল্যায়ন করতে জানিনা
বেপরোয়াভাবে চলে জীবনকে করি নয়ছয়।
∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা,
মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর।
স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা,
উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে
স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.
(১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।
তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল হলো আলীকদম উপজেলা,বান্দরবান পার্বত্য জেলা।তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ
ছড়াগ্রন্থ,কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

