অনিক মাঝি

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞

পাতা ছিড়ে গেছে,উইপোকা বসিয়েছে বিষদাঁত,

শেষের পাতা থেকে খুঁজছি অস্তিত্বের শেখর।

চাঁদের কৃষ্ণপক্ষ ভাঙবে কি ?

জেরের পাতা নেই অনিক মাঝির ভাবনাতে

অথচ খাতা জুড়ে বিস্তর স্মৃতি।

সিঁদুর মুছে যায় নারীর আকাল অশ্রুভেজা চোখ,

বৃন্তে নতুন পথ খুঁজে সময়-

গতিকে মন্থর ভাবে কেউ অথচ থেমে থাকে না কিছুই।

শুনেছি পোড়ো বাড়িতে অশরীরী-আলেয়া বাসা বাঁধে,

বুনোহাঁস-পাখি থৈ থৈ করে জানান দেয়

দখলের আলামত।

ভিড় এসে জমা হয়,বুনো ছাগল খেয়ে যায় ঘাস

আঙিনায়।

সূর্যাস্ত ঘটে,লাল হয়ে ডোবে বেলা

সন্ধ্যা আতঙ্ক ভাসে গুপ্ত ঘরের অ’বোঝা গুপ্ত স্বরে।

মেঘে-কুয়াশা সূর্য ঢেকে রাখে,মানে এই নয়

সূর্য ওঠে না আকাশে।

বুলি ফোটে নাই,প্রতিবাদ করে নাতনী বলেছিল

ইদিক আস, বুঝিয়ে দিয়েছে তার প্রতিবাদী স্বর,

ছোট্ট সঞ্চিত আগুন দানা বাঁধে কুন্ডলীতে ধীরে ধীরে।

পৃথিবী জুড়ে ভিড় বাড়ছে ঢেউয়ের,নাচে হীনপানা

জানে না গন্তব্য কোথায়।

বৈশ্বিক মাঝি-রা-ঘোরবর্ষা ঘটাতে ভ্রমণে নোঙ্গর তুলে,

আধিপত্য বিস্তারে ভ্রমণে পিপাসা মেটাই যোগালির কায়াতে।

নিদ্রায় থাকা কম্পিত হয় পোয়াতির পেট ;

যোগালি দায় নেয় না,দায় নেয় না বৈশ্বিক মাঝি,

অ’নিরাপদ ঘটে পোয়াতির পেটে।

অনেক ঢেউ ভেঙে সূর্যের শিখা আসে, গলে আঁধার-

লাল কলম ছুঁয়ে দেয় পাতা ক্ষরণের শব্দ নাচে

অথবা জমাট বাঁধে ক্ষরণ।

বিয়োগের এক পাতা খালি,যোগের পাতা খালি রেখে

দূর মঙ্গলে পৌঁছাবে না আকাশযান।

ডুবুরি আজও ব্যস্ত, ব্যস্ত বিজ্ঞান-সাময়িক যান,

নিদ্রাহীন কাটে সময় সাগর খোলেনি দ্বার।

সাগর চেনে না মানুষ, বোঝেনা আকাশের খেলা,

আকাশে অগণিত গ্রহ-নক্ষত্র, চাঁদ-সূর্য, মেঘবিদ্যুৎ,

মেঘ,অচেনা জলশীলা খেলে যায় শুরুটা সামান্য মেঘে।

নিরাশা জমে না আকাশে,দৈব আঘাতে ক্ষতি হয় জমিন,

খেলা শেষ হয় আকাশ গুটিয়ে নেয় তাবু,

ক্ষতচিহ্নে জের থেকে যায় অনিক মাঝির ভুলে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

কবি মীর সেকান্দার আলী খোকা, জন্ম: ১৫ জুন,১৯৬৬ ইং, জন্মস্থান ভেরি পাড়া,বিভাগীয় শহর রাজশাহী। শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে। ছোটবেলা থেকেই লেখালেখিতে অভ্যস্ত, তৎকালীন নিয়মিত পত্রিকা, দৈনিক সানসাইন রাজশাহী। দৈনিক উত্তরা দিনাজপুর, অনিয়মিত সাহিত্য পত্রিকা সংজ্ঞা। সাপ্তাহিক জনরব+আল্পনা ঠাকুরগাঁও। মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন+প্রিয়তমেষু ঢাকা।

প্রকাশিত একক কাব্যগ্রন্থ (১) আলো ছায়া-২০২৫ ইং বইমেলা ঢাকা। (২) একক কাব্যগ্রন্থ-সময়ের রঙ+ (৩) একক কাব্যগ্রন্থ-লাল ঘুড়ি নীল মন-২০২৬ ইং বাংলা একাডেমি বইমেলাতে থাকছে ইনশাল্লাহ। বর্তমানে কবিতার পাতা, স্বরলিপি, খাজা সাহিত্য, দীপ্তদেশ সহ বিভিন্ন অনলাইন পত্রিকাতে লিখছেন, সকলের জন্য শুভকামনা, সাথেই থাকবেন

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*