সুবিধাবাদি
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈
মানবিকতা তো অতীত সেকেলে এক বিষয়,
অশিক্ষিত বা শিক্ষিত মজা লুটছে সবাই।
গরিব দুঃখী অসহায়রা হন্নে হয়ে ঘোরে,
পেটের খিদে পূরণ করতে খেটে খেটে মরে।
জনগণকে লক্ষ্য করে পতাকাধারির দল,
নানারকম ফন্দিফিকির, করে কতই না ছল।
তাদের দলে তাদের কলে পরে অসহায়রা,
কলে পড়ে তারা দেখে যাবে বুঝি মারা।
চিৎকার করে হাত পা ছুরে তারা কান্না করে,
বাকিরা সব ফেসবুক খুলে দিব্যি আড্ডা মারে।
অপরাধী বাহবা পাই সমর্থকদের কাছে,
বিরুদ্ধে যায় কিছু যারা টিটকারিতে বাঁচে।
সংবিধান আজ সম্মান হারায়, বিচারকরা স্তব্ধ,
মানিরা সব মান হারিয়ে হয়েছে বাকরুদ্ধ।
গল্প কথা আঁকড়ে ধরে, প্রগতির বই পায়ে,
শাসক তাতে ইন্ধন যোগায় গান গাই তাদের হোয়ে।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

