সোনালী
-শান্তি দাস
∞∞∞∞∞∞∞∞
প্রকৃতির কি অপরূপ রূপ,এই সারা ভুবন জুড়ে,
চারিদিক হাসির রাশি রাশি সকল দেশের সেরা ।
এতদিন ছিল যা সবুজে ঘেরা শস্য শ্যামলা প্রকৃতি,
আজ যে তা সোনালী রূপে ঘেরা সৌন্দর্যে ভরা ।
সূর্য যেন হাসছে ভোরের আলোয় নব উল্লাসের ধারা,
রোদের আলোয় ধানের ক্ষেতে সোনালী রূপ হাসে।
হেমন্তের হাওয়াতে ধানের শীষ হেলেদুলে যেন ঘোমটা দিয়ে,
আমন ধান যে আসবে ঘরে ঘরে নতুন ফসলে ভরবে।
সোনালী ধান উঠোনে গোলা ভরবে সবাই আমন ধানে,
অগ্রহায়ণ মাসে যে নতুন খাবে নবান্নের উৎসবে।
সকলে নাচবে,গাইবে আনন্দের নবান্নের আসরে,
মাঠে মাঠে সোনালী ধানে বিকেলে সূর্যের আলোয়,
প্রকৃতির এই অপরূপ রূপে সেজেছে সোনালী ধানে।
সোনালী রোদে হলুদ বরণ চারিদিকে ছড়িয়ে পড়ে,
অগ্রহায়ন মাসে মাঠে তাকিয়ে মনটা যেন উল্লাসে ভরে।
চাষির ঘরে কঠোর পরিশ্রম করে ও মন খুশী সোনালী ধানে,
ধরায় যেন লাগে উৎসব সবার ঘরে নবান্নের আনন্দে ।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

