সর্বংসহা নারী

-পপি প্রামানিক

↵↵↵↵↵↵↵↵↵

সকল সৃষ্টির মাঝে প্রাণের স্পন্দন

এই নারীর জঠর মাঝে,

দুঃখের অনল ভালোবাসায় মুছায়

সকাল, দুপুর, সাঁঝে।

সবাইকে আপন ভেবে স্বপ্ন সাজাতে

নারী প্রেমে হয় সিক্ত,

অন্যের কল্যাণে মুখরিত থাকে

নিজে হয়ে নিঃস্ব রিক্ত।

সকল ছিন্নকে এক সুতায় গেঁথে

বন্ধনের জন্য করে ছল,

অন্যের মুখে হাসি ফোটাবার তরে                                                                         

ঝরায় চোখের নোনা জল।

কাঁধে কাঁধ মিলিয়ে সকল কাজে

আকাশে উড়ায় স্বপ্নের ঘুড়ি,

নারী কোনো কাজে নয় তো পিছিয়ে

হাতে যদিও পরে চুড়ি।

পৃথিবীকে সাজাতে নারীরই অবদান

নারী নয় তো ফেলনা,

পণ্য ভেবে সমাজপতিরা কখনও

নারীকে বানায় খেলনা।

নারীর প্রেমের মায়ায় হয়েছে

পুরুষের জীবন ধন্য,

দায়িত্বের ক্ষেত্রে দশভুজা নারী

নারী নয় তো নগন্য।

যোগ্য সম্মান নারীদের প্রাপ্য

নারী সর্বংসহা নারী মহিয়ান,

সমমর্যাদায় এক সাথে চললে পথ

উড়বে বিজয় নিশান।

বেরিয়ে এসো গো সকল নারী

ভেঙে সব বন্ধ দুয়ার,

সব বাধা-বিপত্তি পেরিয়ে আজ

ফিরিয়ে নিতে হবে অধিকার।

↵↵↵↵↵↵↵↵↵

কবি পরিচিতঃ

কবি পপি প্রামানিক ১৯৮৩ সালের ১৬ আগষ্ট কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আশুতোষ প্রামানিক (শিক্ষক) এবং মাতার নাম কানন বালা প্রামানিক। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করেন। তিনি ২০০৮ সালের ২৭ জানুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই সন্তানের জননী। ছোট বেলা থেকেই তিনি কবিতা পড়তে এবং আবৃত্তি শুনতে পছন্দ করতেন। সেখানে থেকেই অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করেন। বর্তমানে তিনি অন লাইনের বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত এবং বিভিন্ন গ্রুপে নিয়মিত লেখালেখি করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*