সব নদীর আমি
-বিজয় বর্মন
→→→→→→
আমার কোনো নদী নেই,
সব নদীরই আমি,
আমি যুবতী নদীর চঞ্চলতা দেখি,
দেখি তার উল্লাসে পারের বানভাসা।
স্হির হয় যায় চঞ্চল দৃষ্টি,
ভাসছে পোড়া কাঠ, ধূসর জলরাশি,
সব সুখের একটা অসুখ দেখি,
সকল কথা দখল করে ভরাট মনে গলি।
বুকের উপর আস্ত বালুচর,
ঠিকানাহীন এই ঠিকানায় অন্তমিলের গান,
আরো গভীরে পুষ্ট হয় কবিতা রাশি রাশি,
অস্হিরতায় লাগাম টেনে ধরে নমনীয়তা।
চলছে ভাটির টান, শেষের লাঠি,
আগামীর কাছে, উজানের স্মৃতিলেখা,
গতি তবু এগিয়ে নিয়ে চলে,
আমার কোনো নদী নেই,সব নদীরই আমি।
→→→→→→
- কবি পরিচিতি-
- নিবাস -শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ,ভারত । পড়াশুনা- বি.কম,পর্যন্ত। শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয়, সাহিত্য কে ভালো বেশে অল্পবিস্তর লেখালেখি করা, জন্ম, কোচবিহার জেলার এক প্রান্তিক রাজবংশী পরিবারে , প্রিয় কবি ও সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দ, শরৎচন্দ্র , বঙ্কিমচন্দ্র , মহাশ্বেতা দেবী,শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, সুবোধ সরকার ও বর্তমানের আরো অনেকে । অবসর সময়ে বই পড়া, লেখালেখি ও গান শুনি।