চাষার কথা
– গৌর গোপাল পাল
◊◊◊◊◊◊◊
লাঙলে যার ফসল ফ’লে
ভরে ওঠে গোলা!
কেউ চেনো সে কাদের দলে
তিনি চাষার পোলা!!
যার ফসলে জীবন বাঁচে
বাঁচে ছেলে মেয়ে!
যার জন্য সবাই নাচে
আনন্দ গান গেয়ে!!
পাই না খেতে পেটটা ভরে
অর্ধ পেটা থাকে!
কেউ ভাবে না তাদের তরে
কেউ কাছে না ডাকে!!
এমন ভাগ্য আছে বা কার
চাষার পোলা ছাড়া!
ভেবে মরি তাই বার বার
হয়ে আপন হারা!!
চাষার পোলার দুঃখ বোঝে
কে আছে এই দেশে!
ঘুরে বেড়ায় তারই খোঁজে
পাই বা যদি শেষে!!
◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি-
কবি গৌর গোপাল পাল/ পিতা- দুকড়ি পাল /মাতা- ফুলেশ্বরী পাল। ঠিকানা- গ্রাম-বাকুল/পোঃ-লাভপুর/জেলা-বীরভূম/ পশ্চিম বঙ্গ/ ভারত। কবিতাসহ সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ। কবিতা, গান, ছড়া, পত্রসাহিত্য,গল্প,অনুগল্প, নিবন্ধ, প্রবন্ধ সব শাখাতেই অবাধ গতি। আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুমোদিত গীতিকার। শতাধিক শিল্পী বিভিন্ন মাধ্যমে কবির লেখা গান পরিবেশন করেছে। এছাড়াও ভারত সরকারের সঙ্গীত ও নাটক বিভাগ এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের গান লিখেছেন। পঃবঙ্গ বিজ্ঞান মঞ্চে বিজ্ঞানের গান লিখে ১৯৯১সালে রাজ্যস্তরে প্রথমস্থানের শংসা পত্রও রয়েছে ঝুলিতে। কয়েকটি বই ও প্রকাশিত হয়েছে।