একাকিনী 

– প্রতিমা পাল

⇒⇒⇒⇒⇒⇒⇒⇒

দেহটা বাদামী— হলদে, আহা! কি রুপ!

সারাটা এলাকা একাই চমকে দিচ্ছে।

কোমর দুলিয়ে দাঁড়িয়ে আছে।

সবার চোখ ঐ একটি দিকে—ঐ ঐ দিকে—

হাত—পা ছড়ানোর আগে, ছোট্ট একটি বাঁক।

সু—বিস্তৃত রাস্তার একপাশ ফাঁকা

অপর পাশে একাকিনী পলাশ।

বেশিদিন নয়— ‘এই তো সেদিন’

লাল ফুল দুলতো অপরাজিতার আকৃতি নিয়ে

অ— পরাজিতার মতো।

দোলের সময় দুলতো তারা

একই সাথে— একই সাথে, হয়ে তারা সর্বহারা

দোদুল দোলার দোলনাতে।

বড় পাতার আড়ালে —লুকোনো ফুলের মাধুর্যে

নতুন একটা লাবন্য পেত প্রকৃতি।

কোথায় আজ? কোথায় আজ হারালে পলাশ—

না নিয়ে সম্মতি— তুমি আজ হলে একাকিনী।

যেখানে গল্প করতে তোমরা

মানুষের মতো জড়ো হয়ে—

হয়ে আজ সর্বহারা

কেন ছাড়ো দীর্ঘশ্বাস?—

একাকিনী —তুমি পলাশ!!

⇒⇒⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

প্রতিমা পাল,সোদপুরের, পশ্চিমবঙ্গ, ভারতের বাসিন্দা। ফিলোসোফিতে এম এ, গল্প এবং কবিতা লিখতে এবং পড়তে ভালোবাসি।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*