অণুগল্প –

মানদা পিসি 

-গৌর গোপাল পাল

⇔⇔⇔⇔⇔⇔⇔

# আধা শহর। এখন আমরা যাকে গঞ্জ বলি। আগে সেটাই একটা মামুলি গ্রাম ছিল।
পথ-ঘাটের উন্নতি,ঘন বসতি আর চৌরাস্তার মিলন থাকায় সেটি আজ একটা গঞ্জের রূপ নিয়ে বেশ ফুলে ফেঁপে উঠেছে। গড়ে উঠেছে কল-কারখানা, অাপিস,কাছারি, স্কুল-কলেজ, দোকান-পাট আরও কত কি?এই ক’দিন আগেও, মাত্র বছর পঞ্চাশেক হবে হয়তো ! ছোট্ট এই গ্রামটির চারপাশে তখন শুধুই ধুধু ফাঁকা মাঠ। গ্রাম লাগোয়া দুটি কাঁচা রাস্তা বিভক্ত হয়ে চারদিকে চলে গিয়েছে অন্য গ্রামের খোঁজে। এখন সে সব রাস্তা সরকারি অর্থানুকুল্যে বড় পাকা রাস্তায় রূপান্তরিত হয়েছে। রাস্তার দুধারে গড়ে উঠেছে বড় বড় ইমারত। কে বলবে এই বছর পঞ্চাশেক আগেও এটি একটি অজ পাড়া গাঁ ছিল। এই গ্রামেরই এক কোণে মানদা পিসি
বাপ্ মরা তিন ছেলেকে নিয়ে পরের ঘরে কাজ করে,অনেক খেটে-খুটে ছেলে তিনটেকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। আজ তারা মানুষ হয়েছে। সরকারি চাকরি পেয়েছে। বড় বড় বাড়ি করেছে। ছেলে বউ নিয়ে সুখে ঘর করছে। মা কিন্তু সেই আগের কুঁড়ে ঘরেই রয়ে গিয়েছে! চালে খড় নেই। বর্ষায় জল ঢোকে, গ্রীষ্মে রোদ।
ও পাড়ার সুদাম। সরকারি অাপিসের কেরানি। গতকাল বেতন পেয়েছে। আজ সকাল সকাল বাজারে বেরিয়েছে ইলিশ আনবে। গিন্নির আব্দার দেরি করলে টাকা ভেঙ্গে যাবে! তাহলে এ মাসেও ছেলেদের ইলিশ খাওয়ানো যাবে না! তাই টাকা ফুরিয়ে যাবার আগেই মাস পয়লা সকাল সকাল বাজারে পাঠিয়েছে কত্তাকে। মোড়ে ঘুরতেই কে যেন ডাকলো, সুদাম–না, কে…রে? ঘাড় ঘুরিয়ে সুদাম দেখে মানদা পিসি।
হ্যাঁ পিসি আমি। তাড়া আছে কিছু বলবে?
বলি— এ মাসটো ক’দিনের বাবা? কেন, মাস ক’দিনের তা দিয়ে তোমার কি হবে! বেশ তো ছেলের কাছে খাচ্ছো আর ঘুমোচ্ছো!
না, তুই রাগ করবি জানলে শুধোতাম না!
এ মাসটা একত্রিশ দিনের একটু বিরক্ত হয়েই
জবাব দেয় সুদাম। তুই তো জানিস আমার তিন ছেলেই চাকুরে! ওরা মাসে দশ দিন করে খেতে দেয়। একদিন বেশি হলে সেদিন উপোস দিতে হয় আমাকে। তাই – তোর কাছে আগে থেকে মাসটো ক’দিনের জেনে নেব বলে… রাগ করবি জানলে শুধোতাম না!
একটা দীর্ঘশ্বাস ফেলে সুদাম বাজারের দিকে এগিয়ে যায়। তার আপিসের তাড়া আছে যে…

⇔⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতি- গৌর গোপাল পাল। পিতা- দুকড়ি পাল। মাতা- ফুলেশ্বরী পাল। জন্ম- ১৩৬০ বঙ্গাব্দের ১৩ই ফাল্গুন বৃহস্পতি বার ( সরকারি নথিতে ২৭ শে মার্চ ১৯৫৫ খ্রিষ্টাব্দ)।জন্ম- পিত্রালয়- গোবিন্দপুর। থানা+পোঃ – লাভপুর।জেলা- বীরভূম। পঃবঙ্গ। ভারত। স্থায়ী বাসিন্দা গ্রাম- বাকুল। থানা+পোঃ-লাভপুর। জেলা- বীরভূম। পঃবঙ্গ। ভারত।
প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিকও লিটিলম্যাগ মিলিয়ে পাঁচ শতাধিক পত্র-পত্রিকায় লেখা-লিখি। এছাড়াও অন লাইনেও শতাধিক পত্র-পত্রিকায় লেখালিখি’র
চলন রয়েছে। আকাশবাণী’র অনুমোদিত গীতিকার। ভারত সরকার ও রাজ্য সরকারের সঙ্গীত ও নাটক বিভাগ এবং তথ্য ও সংস্কৃতি
দপ্তরের গান রচয়িতা। পঃবঙ্গ বিজ্ঞান মঞ্চে গানের কথা প্রতিযোগিতায় রাজ্যস্তরে ‘প্রথম’ স্থানাধিকারী। রেডিও, টি-ভি, এবং রেকর্ড কোং থেকে শতাধিক শিল্পী গান গেয়েছেন। পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*