অস্তিত্বের সংকট -বিজয়া মিশ্র ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ মানবিক মুখ খুঁজে পাওয়াই ভার কথায় ,কর্মে,বন্ধুত্বে, প্রতিদিনের আলাপ আলোচনায় ভয়াবহ লাগে প্রতিহিংসার আবর্তে। প্রতিহিংসা মনুষ্যেতর প্রাণীর লড়াই মনে করায়, বুদ্ধিজীবী ও সেই পথে দেখি হাঁটে জনসাধারণ ভোগে সমস্যায়। প্রতিহিংসা পূরণে নানান পন্থা বিপথে হাঁটতে হয়, মানসিক সম্পদ ক্ষয়ে ক্ষয়ে ঘটায় বিপর্যয়। প্রতিহিংসায় অন্যের হবে ক্ষতি এই ভাবনা বুদ্ধিও নাশ […]