কবিতার পাতা ডট কম

কবিতার পাতা ডট কম September 12, 2025

উদ্বাস্তু -রতন চক্রবর্তী ∞∞∞∞∞∞∞ সেই কবে দেশভাগের প্রবল ঘূর্ণিতে শেকড় সহ উপড়ে দিয়েছিল গাছটিকে ওরা। তারপর আপন অস্তিত্বকে সে পুঁতেছে স্থানান্তরে নতুন করে বাঁচার আশায়। সেই থেকে এ মাটি নিয়েছে তাকে আপন করে জল -হাওয়া-আলো দিয়ে আঁকড়ে ধরেছে বুকে। দিনে দিনে সেই গাছ শেকড় পাঠিয়েছে গভীরে, ছড়িয়েছে ডালপালা,আপন সৃষ্টির ফসল প্রাণ থেকে প্রাণান্তরে আত্মজন হয়ে। […]

কবিতার পাতা ডট কম September 12, 2025

পরিস্থিতি -রবিন রায় ∼∼∼∼∼∼∼∼∼ ছনের ছাউনি দেওয়া মাটির ঘরে, জ্বলন্ত ও প্রদীপখানি শোভা ভরে। নাতি তার ও শিখায়, মিঠালো সেই প্রভায় প্রতিজ্ঞা ছিলো আলো দান তরে। সেই আধো আলো আধো ছায়ার, পরিবেশ ছিলো যে অতীব মায়ার। আবেশিত স্নিগ্ধতায়, আবেগেরই মুগ্ধতায় ; প্রণয়ের সুখ ছিলো শরমে হায়ার। লাজুকলতারই দোলা মৃদু বাতাসে, প্রোজ্জ্বল ধ্রুবতারা স্থির আকাশে। চাঁদ […]

কবিতার পাতা ডট কম September 10, 2025

ফিরে আসা -শান্তি দাস ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ দিনের শেষে সন্ধ্যায় পাখিরা নিজ ঘরে ফিরে যায়, আমিও এসেছি ফিরে মাগো গৃহে তোমার স্নেহ ছায়ায়। আবার এসেছি ফিরে আমার মাতৃভূমির টানে, রক্তিম আকাশে পাখিরা আজ কথা বলে কানে কানে। আমার ফিরে আসা হলো উদীয়মান সূর্যের দেশে, মেঘলা আকাশে ডানা মেলে শতশত শঙ্খচিল ভেসে। আবার এসেছি ফিরে যেখানে শুভ্র মেঘ […]

কবিতার পাতা ডট কম September 10, 2025

সবাই এক ঘরে -আবুল হাসমত আলী ∞∞∞∞∞∞∞∞ অতীত স্মৃতি ভোলা যায় না ফিরে ফিরে আসে, ছেলে থেকে ছোকরা বুড়ো স্মৃতি ভালবাসে। স্মৃতির উপর ভরসা করে কত কী সে ভাবে, ভাবতে ভাবতে অনেক সময় পার যে হয়ে যাবে। এমনি একটা স্মৃতি পেলাম হঠাৎ আমি খুঁজে, বন্ধুর সাথে ক্যানেল পাড়ে গেলাম ভীষণ মজে। মাঠে-ঘাটে সবুজ ভরা ফসল […]

কবিতার পাতা ডট কম September 10, 2025

সপ্তর্ষি মন্ডল -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈ পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমল রুপোলি আলোয় আলোকিত রাত, উত্তর গোলার্ধে, প্রায় সারা বছরই দেখা যায়, সপ্তর্ষিমন্ডল দেয় সাথ। সপ্তর্ষি মন্ডলে সপ্ত মহান ঋষির সমাগম প্রাচীন ভারতের জ্ঞানী ঋষিদের বোঝায়, এই সাত ঋষি, বৈদিক সাহিত্যের অন্যতম মুখ্য অংশ, সপ্তর্ষিমন্ডল নামে পরিচিতি পায়। এই সাত ঋষির নাম ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, […]

কবিতার পাতা ডট কম September 9, 2025

জীবনের স্বপ্নগুলো -কাজী সেলিনা মমতাজ শেলী ∞∞∞∞∞∞∞∞∞∞ জীবনের স্বপ্নগুলো রয়ে যায় ওই দুটি চোখের পাতায়, জীবনের গল্পগুলো রয়ে যায়, গহীন ওই মনের খাতায়। নিস্তব্ধ নির্বাক, রৌদ্র বৈশাখ রয়ে যায় যেন মহাশূন্যতায়, শূন্য নদী অবাক দৃষ্টি যেন রয়ে যায় মনের মহা বেদনায়। জীবনের স্বপ্নগুলো জীবনের স্বপ্ন তারা, ঢেকে আছে বেদনার শরৎ মেঘে, হিল্লোলে কুসুম কলি রয়ে […]

কবিতার পাতা ডট কম September 9, 2025

জামাই পাশে থাক -শ্রী স্বপন কুমার দাস ∞∞∞∞∞∞∞∞ আসিস না মা এবছর আর জামাই পাশে থাক, মর্ত্য এখন নয় রে ভালো বাজছে কালো ঢাক। অভয়া নির্ভয়া কাঁদছে সবাই বিবেক আদর্শ নির্বাক, মানবিকতার পিঞ্জর ভাঙা মনুষ্যত্ব তেতো মৌচাক। শরৎ শিউলি কলিতে ঝরে শুঁয়াপোকর উৎপাত, কাশ সকল বিবর্ণ রূপে কাদা স্রোতে উৎখাত। যদিবা মেঘে মাঝে মাঝে ছুটে […]

কবিতার পাতা ডট কম September 9, 2025

ডুব -রীনা ∼∼∼∼∼∼∼ বে হিসেবি এই জীবনে হিসেবটা বড় দেরিতে বুঝলাম শূন্য এই খাতাটা সীমাহীন শূন্যতায় , ডুবিয়ে দিলাম।। খানিকক্ষণ,,, নীরবতায় না হয়ে গেলাম ডুবে, আমার ভিতরের এই আমি কে চিনলাম তবে। ∼∼∼∼∼∼∼ কবি পরিচিতি,,,, নাম,, রীনা । পিতার নাম,,,মৃত ,হাজী মোহাম্মদ ইসমাইল। জন্ম,, পুরান ঢাকার উর্দু রোডে। পহেলা রমজান। গল্প ,উপন্যাস, কবিতা সব ক্ষেত্রেই […]

কবিতার পাতা ডট কম September 8, 2025

মুক্তিকামিনী -সিরাজুল ইসলাম মোল্লা ⇔⇔⇔⇔⇔⇔⇔ হে মুক্তি কামিনী চির বন্দিনী, মুক্তির শপথে কণ্ঠে তুলি মুক্তসুর এসো মুক্তির পথে। বিজয়িনী দামিনী সহচারিণী, লক্ষ্যার্জনে যেতে হবে আরও দূর কাঁটা বিছানো পথে। জাগো জাগো নির্যাতিতা জাগো, জাগো ঘুমন্ত জাগো, ঘুরাও ভাগ্য চাকা, মিথ্যুক তাড়াও বেইমান ভাগাও। আর কত প্রহসন আর কত ধর্ষণ, আর কত না দেখা বিবেক ঘুমিয়ে […]

কবিতার পাতা ডট কম September 8, 2025

বৈদুর্য্যমণির মত -মমতা শঙ্কর সিনহা(পালধী) ≈≈≈≈≈≈≈≈≈ একটা বৈদুর্য্যমণির দ্যুতির মত আলোকবর্ষ সময়– আটক হয়েছে বান্ধত্যময় সময়ের যুপকাষ্ঠে,, তার মধ্য দিয়ে ছুটে চলেছে লক্ষ লক্ষ শ্বাসপদকুল,, সেখান থেকে কানে ভেসে আসছে বিবস্ত্র অসহায় শত শত পাঞ্চালীর আত্মক্রন্দন,, তবুও এ সভ্যতার বুকে আজও চিত্রাঙ্গদারা বাঁচে— জীবনযুদ্ধে জয়লাভ করে ক্লিওপেট্রার মত ইতিহাসের পাতায় লেখে রূপ, প্রখর ব্যক্তিত্বের সাথে […]