নতুন দিনের আগমনের বার্তা -সাবেরা সুলতানা ⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇ আমি বিমোহিত আমি উদ্ভাসিত, উসাহিত,আমি উৎকন্ঠা, আমি উরু চণ্ডা, আমি সংকোচহীনা, আমি মধুর উৎকন্ঠা আমি ধরোনীর বুকে এক ফালি চাঁদ, নিশব্দে নিদারুন নির্মমতায় ঝরে পড়া একটি আকাশ আমার ছন্দের জাগানে মুখোরিত আকাশ বাতাস বইছে নদী, সুপ্রসন্ন প্রকৃতির আশ্বাস, প্রতি দিনের ন্যায় ভোরের আকাশে সুমিষ্ট রংঙের তুলি দিয়ে আকা […]