ইচ্ছেরা জাগে -সত্যজ্যোতি রুদ্র ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ ইচ্ছেরা জাগে কত নব সাজে জীবনের কথা বলে, মুক্ত মনের অবারিত মাঠে দোদুল ছন্দে চলে। যাপন কালের হরেক রকম স্বপন গোপন থাকে, ইচ্ছেগুলোর হয় না পূরণ বেদনায় নীল ঢাকে। মানব সমাজ মানবিক হবে প্রেমিক বলবে কথা, মানব প্রেমের সেতু বন্ধনে ঘুচাবে সকল ব্যথা। দ্বেষ-হানাহানি বিনাশিত হবে দূরীভূত হবে দুখ, মানুষে […]