শ্রাবন দিনে -সত্যজ্যোতি রুদ্র ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ দক্ষিণ বায়ে বৃষ্টি মেঘে এদিকওদিক ধায়, নূপুর ধ্বনি শোনায় এসে শ্রাবণ দিনের গায়। আকাশ তলে মেঘবালিকার লুকোচুরি ছল, মাঠের বুকে জলতরঙ্গ ঢালছে রূপের ঢল। পশ্চিমা বায় ঢেউ খেলে যায় সবুজ মাঠের পর, সাদা-কালো রং মেখে যায় মরাল নদীর চর। বকের সারি ধ্যানে মগ্ন গুনছে বৃষ্টির তাল, দেয়ার ডাকে ময়ূর ছড়ায় […]