রাঙা ফাগুন -মাই ফেয়ার চৌধুরী ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ পাতায় শাখায় সবুজে নবীন, আকাসে বাতাসে চারদিক রঙিন। নতুন সাজে করে খেলা, ধরা আজি রঙের মেলা। মনের দুয়ারে লাগে দোলা, কত প্রাণে আঁকে স্বপ্ন বিলাস তোলা। সুরের মোর্চায় আনন্দে নৃত্যকলা, হিল্লোলে বসন্তী সাজে শিরিষতলা। চারদিক চোখ ধাঁধানো মিলন মেলা বাংলা জুড়ে আজি খুশির ভেলা। প্রভাতে রক্তিম রাঙা আভা, ফুলে […]