স্বাধীনতার স্বাদ -মনির হোসাইন ⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃ স্বাধীনতার মর্ম কথা, ফিলিস্তিনিরা বুঝে স্বাধীনতা হন্য হয়ে, জীবন দিয়ে খুঁজে। যুদ্ধ জয়ের গল্প শুনি,গান কবিতা ছন্দে বারুদের ঝাঁঝ মেখে আছে, হাজার ফুলের গন্ধে জায়নামাজে চোখের পানি, শুকিয়ে আছে মায়ের ছলাৎছলাৎ নদীর জলে, বৈঠা চালায় নায়ের। সূতায় বুনা রুমাল হাতে, প্রিয়ার পরশ মাখা মায়া ভরা মুখটি যেন, চোখের পর্দায় আঁকা। […]