তাজমহল -অন্নপূর্ণা দাস ⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃ তুমি এতো সুন্দর কেন তাজমহল, প্রশ্ন আসে মনে ভালোবাসা না স্থাপত্য যা বলে সময়, বলে দুটি প্রেমের হৃদয় আমি বলি মন, যা সৃষ্টি করে ভাবনা গভীরতা পূর্ণতার প্রকাশ তুমি কি বুঝতে পারো সেই সময় যা আজ ইতিহাস, রাতের অন্ধকারে আজও নীরবে কথা বলে দুটি মানুষের চাওয়া, অজস্র মানুষের কান্না শ্রমিক নীরবে […]