দিগ্বিজয়ী বীর তুমি -আবুল হাসমত আলী ⇒⇒⇒⇒⇒⇒⇒ যোগ্যতমের উদ্বর্তন এই ধরাতে, ডারউইনবাদ বলে; জীবকুলের অনন্ত সৃষ্টিতে, মানুষ এসেছে শেষকালে। মানুষের অপত্য সৃষ্টিতে, ৪০ কোটি কীটের গমন; এক সুনির্দিষ্ট পথে, জৈবিক পদ্ধতিতে, করে বিচরণ। যোগ্যতম এক ও অদ্বিতীয়, ভেদ করে জৈব গোলক; ধরিত্রী এভাবেই সৃষ্টিকর্তার ইঙ্গিতে, মানবের ধারক। সেই আদিম কাল হতে, ধরাতে এভাবেই আমরা এসেছি; […]