সাত সকালে -কাজী সেলিনা মমতাজ ⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ ভোরের সূর্য বলল সাগর কেমন আছো সাত সকালে, সাগর , ভালো আছি জানিনা কেমন থাকবো বিকালে। নিয়তির খেলা নিত্য ললাটে আমাদের খেলে যায়, দিবসের সূর্য রাতের চাঁদ রয়ে যায় ধরণির অপেক্ষায়। আঁখির আড়ালে কত সলিল, তবু মাঝি তরি বেয়ে যায়, সারাদিন ক্লান্তির পর বাড়ি ফেরে বর্ষার সন্ধ্যায়। পদ্ম কমল […]