কবিতার পাতা ডট কম
August 10, 2021
মেঘের উঠোনে -গণেশ পাল ↔↔↔↔↔↔ মেঘ ছিঁড়ে বের হয় জ্যোৎস্না — মেঘের উঠোনে লজ্জাবতী আলোর ঢল যেন । সাদৃশ্য একসময় অযথা অপ্রত্যাশিত আনাগোনায় তবু আসক্তি বেচাকেনা করি আলোর জলে । জীবনে যখন কাউকে এই আয়োজন ব্যাপ্ত করি তবে আবিষ্ট গৃহে কেবল তার সমাহার বৃক্ষলতায় পাখির মতন । একসময় আবার জ্যোৎস্না ঢেকে যায় মেঘের সেই উঠোনে […]