কবিতার পাতা -মাই ফেয়ার চৌধুরী ♥♥♥♥♥♥♥ কবিতার পাতা,কবিতার পাতা, তোমার পাতায় জীবন গাঁথা। নিত্য আমার লেখার খাতা, তোমার নামে মিলন পাতা। অনুভবে অনুভূতির অব্যক্ত কথা তোমার পাতায় কাব্য লেখা, বর্ণমালায় খুঁজি ছন্দের মিল, জীবন পাতার মর্মকথা অমিল। তোমার আকাশে অজস্র নক্ষত্র, জ্ঞানী,প্রতিভা,মেধাবী অগণিত সেথা, গুণী জনের পরশে অমৃত সুধা। বাংলার আনাচে কানাচে অগণিত, লুকিয়ে আছে […]