প্রতিক্ষার যন্ত্রণা -প্রীতি কণা বিশ্বাস ⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇ তুমি আজ অচেনা ভোর, যেন অন্য রকম কুয়াশা,, তুমি আজ অপরিচিত প্রতিক্ষা, যেন এক অন্য রকম প্রত্যাশা! এই মুহূর্তে যদি ব্যাথার উত্তাপ পরিমাপ করতে পারতে, তাহলে তুমি বুঝতে সময়ের নিষ্ঠুরতায়, কতোখানি কাঁদালো আমায়.. তীব্র দহনে এ হৃদয় আজ কতটা অঙ্গার! তোমার অপেক্ষার প্রহরগুলো, চিরনতুন, ব্রতচারিনী আমি! চিত্ত গহীনে অস্তিত্বের […]