অচিন পাখি -গৌর গোপাল পাল →→→→→→ জীবন তরী বাইতে গিয়ে, মনের খেয়া খেই হারিয়ে, যায় ভেসে কোন্ খানে। বাউল মনে তারই খেলা, চলছে রে ভাই সারাবেলা, এই না ভবে কে না জানে।। কি জানি কোন্ অচিন পাখি, মাস্তুলে তার বসে, বলছে নাকি সবই ফাঁকি তা’রি উড়ান শেষে; মন খেয়াটা বাইতে চেয়ে, কূল হারিয়ে সোনার নেয়ে, […]