কবিতার পাতা ডট কম

কবিতার পাতা ডট কম March 20, 2021

সর্বংসহা নারী -পপি প্রামানিক ↵↵↵↵↵↵↵↵↵ সকল সৃষ্টির মাঝে প্রাণের স্পন্দন এই নারীর জঠর মাঝে, দুঃখের অনল ভালোবাসায় মুছায় সকাল, দুপুর, সাঁঝে। সবাইকে আপন ভেবে স্বপ্ন সাজাতে নারী প্রেমে হয় সিক্ত, অন্যের কল্যাণে মুখরিত থাকে নিজে হয়ে নিঃস্ব রিক্ত। সকল ছিন্নকে এক সুতায় গেঁথে বন্ধনের জন্য করে ছল, অন্যের মুখে হাসি ফোটাবার তরে                                                                          ঝরায় চোখের নোনা […]

কবিতার পাতা ডট কম March 18, 2021

কালপুরুষ -নুপুর বিশ্বাস ♣♣♣♣♣♣♣ আমি মহাকাল, আবার আমিই– কালের আবর্ত থেকে বেরিয়ে আসা কালপুরুষ ৷ কখনও আবার– ঘোর তমসাচ্ছন্ন পৃথিবীর যত অন্যায়–অবিচার, যত পাপ,ব্যভিচার আর মিথ্যার বুকে পদাঘাত হেনে ন্যায়ের আলোক বর্তিকা হাতে দন্ডায়মান দৃঢ়,কঠিন এক জ্যোতির্ময় মহাপুরুষ ৷ আমি– সত্যের পংক্তি রচনা করি আমি মিথ্যাকে করি ধ্বংস, আমি বিদ্যুৎ, আমিই সেই মহাতেজ, আমি — […]

কবিতার পাতা ডট কম March 18, 2021

বরষা রানী – প্রতিমা পাল ◊◊◊◊◊◊◊◊◊◊ আজি বরষা দিনে ঝিরিঝিরি বৃষ্টির ঝাপটায় মৃদুমন্দ পাগল হাওয়ায় আকাশ পানে চোখ রেখে ময়ূর ময়ূরীরা নাচ দেখা। বন্ধ দুয়ার খুলে গিয়ে আজ উঁকি দেয় দখিনা বাতাস টুপটাপ বৃষ্টির দানা পুকুরের জলে পড়ে হয় ষোলআনা পানকৌড়িরা ডুব দেয় মনের আঙিনায়। সরু রাস্তা আঁকাবাকা তবুও ঠিক যেন এক সরলরেখা গাছেরা যেন […]

কবিতার পাতা ডট কম March 18, 2021

A WEE ADVICE – Tshering Wangchuk, Bhutan ⇒⇒⇒⇒⇒⇒⇒ I am not a professional poet But I don’t like staying quiet. I like penning down my feelings Experienced through dealings. I don’t fear commiting blunders For I strongly believe in wonders. Many a times, a child falls down Before he can proudly walk around. Life’s a […]

কবিতার পাতা ডট কম March 17, 2021

দোটানা মন -পূর্বাশা মিত্র ♥♥♥♥♥♥♥♥ (স্বদেশি ভাবনা থেকে লেখনী প্রদর্শন ) মন আজ বড়ই আকুল কোনো দিকেই পাই না যে কূল | পড়েছি যে ধরা শাসক ভীষণ কড়া , দৃঢ় রাখি মনকে ধরে মুখ আজ খুলবে না যে |  বিপ্লবীদের অনুপ্রেরণায় , জাগিয়েছে দেশপ্রেম | কি কোরে দেখাই তাদের আমার এই ব্যর্থ প্রেম | অত্যাচারের […]

কবিতার পাতা ডট কম March 17, 2021

অনুভব – শম্পা ঘোষ ♦♦♦♦♦♦♦♦♦ প্রিয়তমা ,আমি তোমার জন্য এক মেঘ বৃষ্টি হতে চাই । বৃষ্টি হয়ে ঝরে পরবো তোমার বুকে – টিপ টিপ বৃষ্টিতে দেবো তোমায় ভিজিয়ে বৃষ্টির অবিরল ধারায় ভিজতে ভিজতে তোমার পেখম মেলা ময়ূরের মতো নাচ আর বৃষ্টিস্নাত তোমার স্নিগ্ধরূপ আমি ছুঁতে চাই , আমি তোমার অনুভবে থাকতে চাই তুমি কি তখন […]

কবিতার পাতা ডট কম March 17, 2021

ছবি – মালা রানী পাল →→→→→→→ কি করতাছেন বাবু ও আমাগোর ছবি তুলতাছেন ছবি তুইলা কি অইব বাবু ? নাম তো আপনাগোরে অইবো টেলিভিশনে পাঠাইবেন পতরিকায় দিবেন আমাগোরে লইয়া ভালা ভালা কথা কইবেন আপনেরা হাততালি পাইবেন , অয়তো ভালা একডা পুরসকারও পাইবেন, কিছুই তো লাভ অইবো না আমাগোরে । একদিন আইয়া অয়তো চাইরডা খাওয়ন দিবেন […]

কবিতার পাতা ডট কম March 16, 2021

পথের সাথী -বিজয় বর্মন ⇔⇔⇔⇔⇔⇔ সিঁদুরের কৌটাটি এখনো আমার হাতের মুঠোয়, সেদিন আবেগের কাছে হার মানিনি , হাতের তালু রক্তবর্ণ লাল । তুমি হয়তো ভুলেই গেছো, কারো হাত ধরে হেঁটে গেছ অনেক দূর । শুকনো পাতার মর্মর শব্দে, আমি বিচলিত নই, ওই যে দূরে ঘূর্ণি বাতাসে পাক খায়, ধুলোর সাথে আমার প্রেমের পান্ডুলিপি । আবার […]

কবিতার পাতা ডট কম March 16, 2021

অঞ্জলি – সুপর্ণা পাল ♠♠♠♠♠♠♠♠♠♠♠ তোমার জন্য দিয়েছি আমি লাজ অঞ্জলি কত! হতে পারলাম কই তবু, তোমার মনের মতো! তোমারই জন্য সেজেছি আজকে তোমারই মনের সাজ, দিয়েছি যত শিক্ষা দীক্ষা জলাঞ্জলি আজ —- তোমারই মতো থাকবে বলে আমার ছোট্ট মন, তোমাতে সোঁপেছি । পছন্দগুলো দিয়েছি বিসর্জন । তবুও বলতো!কেমন করে, তোমার মতো হই? এখনো শুনি!আমি […]