গরীবের স্বপ্ন -দীপঙ্কর সরদার ⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃ আর উত্তর দিতে পারল না নিতাই,এই কিছু সময়ের অভিজ্ঞতায় যেন সমাজের সব কিছু তার জানা হয়ে গেল,চিনে নিল ভদ্রবেশী মুখোশধারী মানুষেদের। কাঁদতে লজ্জা করে নিতাইয়ের তাই কাঁদল না, দুহাতে মুখ চেপে ক্লান্ত হাঁটুর মধ্যে মিশিয়ে দিল তার লজ্জা, ঘৃণা, প্রতিহিংসা, দুঃখ কষ্ট, অনিদ্রা, অনাহার এমনকি শেষ একবিন্দু মান মর্যাদাও। দুরন্ত […]