ঘৃনার শহর – মিস্টি অধিকারী সুপ্রিয়া ⊗⊗⊗⊗⊗⊗⊗ আমি ঘৃণার শহর তৈরি করেছি, আমার পৃথিবীতে। আমি অবিশ্বাস্যের দিয়েছি পাঁচির, যেন কেউ ভাঙতে না পারে। আমি নিষিদ্ধ করেছি সেথা প্রেম ভালোবাসা, যেনো কেউ প্রবেশ না করতে পারে। আমি প্রবেশদ্বারে রেখেছি পাহারা নিষ্ঠুরতার দল,হিংস্রতায় বলিষ্ঠ তারা যেন কেউ তাদের টলতে না পারে, কোন সুক্ষ অভিনয়ে। আমি শহর গড়েছি […]