সব নদীর আমি -বিজয় বর্মন →→→→→→ আমার কোনো নদী নেই, সব নদীরই আমি, আমি যুবতী নদীর চঞ্চলতা দেখি, দেখি তার উল্লাসে পারের বানভাসা। স্হির হয় যায় চঞ্চল দৃষ্টি, ভাসছে পোড়া কাঠ, ধূসর জলরাশি, সব সুখের একটা অসুখ দেখি, সকল কথা দখল করে ভরাট মনে গলি। বুকের উপর আস্ত বালুচর, ঠিকানাহীন এই ঠিকানায় অন্তমিলের গান, আরো […]