মৃত্যুর আগে – বিভীষণ মিত্র ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ মৃত্যুর আগে পাড়ি দেব পদ্মা মেঘনা যমুনা, গাইব বাংলার গান হয়ে আনমনা। হয়তো ফিরে যাব সেই শৈশবের সীমানা, প্রভু এ আমার কামনা। মৃত্যুর আগে পাড়ি দেব হয়ে আকাশের গাঙচিল, বর্ষার জলে শাপলা ফুলে তরে তরে সাজাব বিল। হয়তো ডাহুক ছলে ভাসব নদী ঝিল, হব আবার বসন্তের কোকিল। মৃত্যুর আগে […]