আকাশের ভালোবাসা -কাজী সেলিনা মমতাজ শেলী ⇔⇔⇔⇔⇔⇔⇔ আকাশের ভালোবাসা ঠিক যেন প্রেমের ওই জ্যোতি, স্বর্গের প্রেম, যেন অমর হয়ে থাকে নেই কোনো ক্ষতি। হাসি মাখা নীল আকাশ সুর শব্দ বীণার ধ্বনি, চাঁদের হাসিতে, তারার বাঁশিতে সেই সুর শুনি। আকাশের ভালোবাসা কাব্যময় এই ভুবন, যেন নীলিমার বিশাল আকাশ, সাদা আকাশ যখন নীরব থাকে থেমে যায় বাতাস। […]