ওগো তোমায় ভালোবাসি -পার্থ গোস্বামী ♥♥♥♥♥♥♥ ওগো প্রেম প্রেয়সী এনেছি প্রেমময় এক সাঁঝি,, প্রেমের সাজে প্রেমী আজ খেয়া নৌকার মাঝি।। মাঝ সমুদ্রে দেবো পাড়ি তুমিই আমার প্রেমী,, প্রেমের ভেলায় ভাসবো শুধু তুমি আর আমি।। প্রেম সাগরে প্রেমিক প্রেমিকা হাতে হাতটি রাখি,, দিনের শেষে রাত্রি নামলেও সর্বসুখে প্রেমই সুখী।। ওগো প্রেম প্রেয়সী বায়বো ভালোবাসার চিরন্তন তরী,, […]