জীবন যুদ্ধ -জি কে শাফায়াত আলী ∞∞∞∞∞∞ আজ সতেরো ভাদ্র, উত্তপ্ত গরম নিস্তব্ধ দিন। নেই কোন হাওয়া, বৃক্ষের পাতাও নড়তে বারণ।। দেহ স্বেদে লোনাজলে, জলসিঞ্চিত হলো কাপড়। তবুও জীবন যুদ্ধে, চলমান অটুট আছে-নর।। অসহায় আর দীনতা, জন্ম দেয় এক নতুন বীর। প্রতিশ্রুতি হটে না পিছু, তবু শক্ত হাতে ধরে অসি-র।। ∞∞∞∞∞∞ কবি পরিচিতি- কবি শাফায়াত […]